মুক্তির উদ্যোগে দূর্গাপুর মাধ্যমিক বিদ্যালয়ে বিজ্ঞান মেলা
মুক্তি নারী ও শিশু উন্নয়ন সংস্থার উদ্যোগে দূর্গাপুর মাধ্যমিক বিদ্যালয়ে এবং ডঃ কুদরত-ই-খুদা বিজ্ঞান ক্লাবের আয়োজনে বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশনের সহযোগিতায় মাধ্যমিক বিদ্যালয়ে বিজ্ঞান শিক্ষার উন্নয়ন (পিএসই) প্রকল্পের আওতায় মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরদের মাঝে বিজ্ঞান ভীতি দূর করার লক্ষ্যে বিজ্ঞান মেলা ও বিজ্ঞান ভিত্তিক কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। ডঃ কুদরত-ই-খুদা বিজ্ঞান ক্লাবের সদস্যরা বিজ্ঞান মেলাতে ১০টি প্রজেক্ট উপস্থাপন করেন। মেলাতে দশম শ্রেণীর জিহাদের দল প্রথম, নূর জাহান এশা দ্বিতীয় এবং হৃদয় হোসেন তৃতীয় স্থান অধিকার করে। কুইজ প্রতিযোগিতায় এশা প্রথম, তারিন দ্বিতীয় এবং জিহাদ তৃতীয় স্থান অধিকার করেন। বিজ্ঞান মেলা ও কুইজ প্রতিযোগিতার বিচারক হিসাবে দায়িত্ব পালন করেন জনাব মোকলেসুর রহমান, জনাব দীন মোহাম্মদ মন্টু, মদন কুমার বিশ্বাস, মিতা ব্যানার্জী, ইব্রাহীম খলিল ও লিটন কুমার পাল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দূর্গাপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ মোকলেসুর রহমান। মেলা শেষে সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের মধ্যে পুরুস্কার প্রদান করেন প্রধান অতিথি দূর্গাপুর মাধ্যমিক বিদ্যালয়ের ম্যনেজিং কমিটির সভাপতি দীন মোহাম্মদ মন্টু, অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মুক্তি নারী ও শিশু উন্নয়ন সংস্থার পিএসই প্রকল্পের সহ-সমন্বকারী আবিদা সুলতানা হানী এবং মিতা ব্যানার্জী। অনুষ্ঠানটি পরিচালনা করেন সহকারী বিজ্ঞান শিক্ষক মদন কুমার বিশ্বাস।