মুক্তির উদ্যোগে মুজিব জন্মশত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

NGO Kushtia

মুক্তির উদ্যোগে মুজিব জন্মশত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

মুক্তি নারী ও শিশু উন্নয়ন সংস্থার উদ্যোগে ১৬ মার্চ ২০২০ বিকাল ৩ টায় মুক্তির প্রশিক্ষণ কক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন মুক্তির প্রশাসন সমন্বয়কারী সাহানা আক্তার। বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জীবনী এবং মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের অবদান নিয়ে আলোচনা করেন মুক্তির প্রোগ্রাম সমন্বয়কারী জায়েদুল হক মতিন, প্রশিক্ষণ সমন্বয়কারী কাজী শফিউল্লাহ, প্রকল্প সমন্বয়কারী উম্মে সালমাসহ অংশগ্রহনকারীগন। আলোচকগন বলেন আমাদেরকে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জীবনী পড়তে হবে বেশি করে এবং আগামী প্রজন্মকে এই মহান নেতার জীবনী পড়ে শোনাতে হবে। আগামী প্রজন্মকে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ইতিহাস জানাতে হবে, তাঁদেরকে ইতিহাস পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে। বাংলাদেশের ইতিহাস না জানলে সে কখনো দেশপ্রেমিক হতে পারবে না। বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের স্বপ্ন সোনার বাংলা গড়ে তোলা, আর সেই স্বপ্ন পূরন করবে আমাদের আগামী প্রজন্ম। আলোচনা সভায় সংস্থা সকল কর্মকর্তা ও কর্মচারীগন উপস্থিত ছিলেন।