মুক্তির উদ্যোগে নেটওয়ার্কিং সভা

মুক্তির উদ্যোগে নেটওয়ার্কিং সভা

মুক্তি নারী ও শিশু উন্নয়ন সংস্থার উদ্যোগে ভয়েজ এন্ড ভিউজ এ সহযোগিতায় আগুনে পোড়া প্রতিবন্ধী নারীদের মানবাধিকার প্রতিষ্ঠার জন্য নেটওয়াকিং সভা গত ২৮/০২/২০২১ ইং তারিখ সকাল ১০.০০ সময় মুক্তি নারী ও শিশু উন্নয়ন সংস্থার প্রশিক্ষণ কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন নারী নির্যাতর প্রতিরোধ ফোরাম ও কুষ্টিয়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডার্ষ্ট্রি এর সহ-সভাপতি বিশিষ্ঠ সমাজ সেবক এস এম কাদেরী শাকিল। আগুনে পোড়া প্রতিবন্ধী নারীদের মানবাধিকার প্রতিষ্ঠার জন্য নেটওয়াকিং সভার কার্যক্রম নিয়ে আলোচনা করেন মুক্তির প্রশিক্ষক এন্ড ডকুমেন্টেশন অফিসার তামজিদা জান্নাতি শিল্পি। সভায় বক্তব্য রাখেন নারী নির্যাতর প্রতিরোধ ফোরাম এর সাধারণ সম্পাদক ও বিশিষ্ঠ সাংবাদিক মিজানুর রহমান লাকী, নিকুঞ্জ এর নির্বাহী পরিচালক ফেরদৌস আরা রুবী, সাংবাদিক মুকুল খসরু ও ইব্রাহিম খলিল, এ্যাড: শামিমা আক্তার বন্যা, জজ কোর্ট, কুষ্টিয়া দিশার প্রতিনিধি ডা: মো: রবিউল ইসলাম, কর্তব্য ভলান্টারি সংস্থার নির্বাহী পরিচালক আহসান হাবিব, নারী নির্যাতর প্রতিরোধ ফোরাম এর সদস্য নার্গিস আক্তার ও আলো সংস্থার প্রতিনিধি মেঘ । সভায় সঞ্চালোকের দ্বায়িত্ব পালন করেন মুক্তি নারী ও শিশু উন্নয়ন সংস্থার কর্মসূচী সমন্বয়কারী জায়েদুল হক মতিন। সভাটি পরিচালনায় সার্বিকভাবে সহযোগিতা করেন মুক্তি নারী ও শিশু উন্নয়ন সংস্থার নুরুন্নাহার বেগম ও তাপিকুল ইসলাম।