মুক্তির উদ্যোগে বটতৈল ইউনিয়নে লিগ্যাল ক্যাম্প অনুষ্ঠিত

মুক্তির উদ্যোগে বটতৈল ইউনিয়নে লিগ্যাল ক্যাম্প অনুষ্ঠিত

মুক্তি নারী ও শিশু উন্নয়ন সংস্থা এবং আইন ও সালিশ কেন্দ্রের সহযোগিতায় মানবাধিকার সংরক্ষণ পরিষদ ও মানবাধিকার নারীসমাজের যৌথ আয়োজনে বটতৈল ইউনিয়নের চার মাইল নতুনপাড়া গ্রামে লিগ্যাল ক্যাম্প ১১/০২/২০২১ ইং তারিখ দুপুর ৩ টায় অনুষ্ঠিত হয়। লিগ্যাল ক্যাম্পের আলোচনা সভায় সভাপতিত্ব করেন মানবাধিকার সংরক্ষণ পরিষদের সভাপতি ডা: উৎপল সেনগুপ্ত। আলোচনা সভায় বক্তব্য রাখেন মানবাধিকার নারীসমাজের সহ-সভাপতি নুরজাহান বেগম, সাধারন সম্পাদক শিল্পি খাতুন। লিগ্যাল ক্যাম্পে আইন বিষয়ক আলোচনা ও আইন পরামর্শ প্রদান করেন মানবাধিকার আইনজীবী পরিষদের সহ-সাধারন সম্পাদক এ্যাড: আব্দুর রশীদ রানা। লিগ্যাল ক্যাম্পটি পরিচালনা করেন মুক্তির তারক নাথ কুন্ডূ। আলোচনায় বক্তরা বলেন পরিবার থেকে যদি সচেতনতা গড়ে তোলা যায় তাহলে নির্যাতনের ঘটনা গুলো কমে আসবে। পরিবারের কর্ণধারগন যদি মনে করে অল্প বয়সে আমি আমার সন্তানকে বিয়ে দেব না তাহলে বাল্যবিবাহের পরিমান কমে আসবে। সার্বিক সহযোগিতা করেন মুক্তি রেফাউল ইসলাম বিপুল।