Photocopier Used Policy
of
MUKTI NARI-O-SHISHU UNNAYAN SANGASTHA (MNSUS)

 

ভূমিকা

বাংলাদেশ দরিদ্রতম দেশ। এ দেশের ৭৫% মানুষ দরিদ্র বিধায় তাদের জীবন যাত্রার মানও অনুন্নত পাশাপাশি নিরক্ষরতা এবং অসচেতনতা দরিদ্র মানুষকে মানবেতর জীবন যাপনে বাধ্য করছে। মুক্তি নারী ও শিশু উন্নয়ন সংস্থা, এই দরিদ্র, অসহায়, নির্যাতিত মানুষের উন্নয়ন ও আত্ম-নির্ভরশীলতা এবং আত্ম-কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র বিমোচন, স্বাস্থ্য সেবা নিশ্চিত করণ এবং মানবাধিকার সংরক্ষণের লক্ষ্যে প্রতিষ্ঠা লগ্ন (১৯৯০সাল) থেকে কাজ করে যাচ্ছে

 

সংস্থার লক্ষ্য


একটি সুন্দর সমাজ যা অর্থনৈতিক ভাবে সাম্য, সামাজিক ভাবে নিরপেক্ষ, পরিবেশগত ভাবে নিরাপদ, গণতান্ত্রিকভাবে কার্যকর, যেখানে পুরুষ ও মহিলা জীবনের প্রতিটি ক্ষেত্রে ন্যায্যতার ভিত্তিতে সমান অধিকার ভোগ করে।

  

সংস্থার উদ্দেশ্য


ধর্ম, বর্ণ, গোত্র, ও লিঙ্গ বৈষম ভেদে দেশের সকল হতদরিদ্র, দরিদ্র, দু:স্থ্য, নির্যাতিত, আইনী সহায়তা থেকে বঞ্চিত নিরক্ষর জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়ন, মানবাধিকার সংরক্ষণ ও দক্ষতা উন্নয়নে সহায়তা করাই এই সংস্থার অন্যতম উদ্দ্যেশ্য। এই সংস্থা একটি অরাজনৈতিক এবং অলাভজনক সমাজসেবা মূলক স্বে”ছাসেবী প্রতিষ্ঠান হিসাবে কাজ করবে।

 

সংগঠনের বৈশিষ্ট্য সমূহ

  • নারী পুরুষের সমতা।
  • নারী পুরুষ একে অন্যের প্রতি বিশ্বস্ত ও শ্রদ্ধাশীল।
  • কর্মীদের কোন প্রকার আচরণ দ্বারা আঘাত করা যাবে না। এরকম কাজ শাস্তি যোগ্য বলে বিবেচিত হবে।
  • সংস্থায় নারীর জন্য আলাদা কোন কাজ চিহ্নিত করা যাবে না।
  • ধর্ম, বর্ণ, গোত্র ও লিঙ্গ বৈষম্যভেদে সকলের সমানাধিকারের বিশ্বাস থাকতে হবে।
  • পিতৃতান্ত্রিক দৃষ্টিভঙ্গি দূরীকরনে সংস্থার সকল কর্মসূচীতে অঙ্গীকারাবদ্ধ।
  • অসাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গি পোষন করা।
  • সিদ্ধান্ত গ্রহণে নারী-পুরুষ এর সমতা নিশ্চিত করা।
  • নারীদের প্রতি আস্তা।
  • আদিবাসী, প্রতিবন্ধী, বেঁদে, হিজড়াসহ সকল প্রান্তিক জনগোষ্টিকে উন্নয়নের মূলস্রোতে আনার অধ্যাহত প্রচেষ্টা।
  • দেশপ্রেম ও সংস্থার প্রতিদরদ।
  • সততা, ন্যায়নিষ্টতা, শৃংঙ্খলা বজায় রাখা ও আস্তাশীল।
  • সেবাদানে অঙ্গিকারবদ্ধ।

 

মুক্তি নারী ও শিশু উন্নয়ন সংস্থা ১৯৯০ সাল থেকে দরিদ্র, হতদরিদ্র, সুবিধাবঞ্চিত মানুষের অধিকার রক্ষায় বিভিন্ন দাতা সংস্থার অনুদান গ্রহন করে কুষ্টিয়া, মেহেরপুর ও চুয়াডাংগা জেলায় কাজ করছে । কাজের প্রয়োজনে প্রতিনিয়ত বিভিন্ন কাগজপত্র (নখিপত্র,দলিল দস্তাবেজ) ফটোকপি করা হয়। যার জন্য সংস্থার প্রচুর অর্থ খরচ হয়ে যায়,পাশাপাশি প্রয়োজনের সময় দ্রুত কাজটি সম্পন্ন করাও যায়না । সংস্থার এই অর্থনৈতিক ক্ষতির হাত থেকে মুক্ত হওয়া এবং সময়কে সাশ্রয় করার জন্য মুক্তি নারী ও শিশু উন্নয়ন সংস্থা ব্রেড ফর দি ওয়ার্ল্ড জার্মানীর সহযোগিতায় নারীর প্রতি সহিংসতা ও মানব পাচার কমিয়ে এনে নারীর অধিকার প্রতিষ্টা করা প্রকল্পের মাধ্যমে একটা ফটোষ্ট্যাট মেশিন ক্রয় করে । যাহা সংস্থার স্থায়ী সম্পদ হিসাবে পরিগনিত হয়েছে। ফটোষ্ট্যাট মেশিনটি যেহেতু সংস্থার নিজস্ব সম্পদ সুতারং এটা ব্যবহারের জন্য নিচের নীতিমালা সমুহ অনুসরন করা হবে।

নিয়ম সমুহ

  • ফটোষ্ট্যাট মেশিনটি ব্যবহারের জন্য উর্ধতন কর্তৃপক্ষের অনুমোদন গ্রহন করা আবশ্যক হবে ।
  • উর্ধতন কর্তৃপক্ষ বলতে নির্বাহী পরিচালক,প্রশাসন সমন্বয়কারী ও কর্মসূচী সমন্বকারীকে বুঝাবে।
  • কোন বিষয়টি ফটোকপি করা হবে এবং কত কপি করা হবে তা লিখিত আকারে জানাতে হবে।
  • কি বিষয় ফটোকপি করা হয়েছে এবং কত কপি করা হয়েছে তা সংরক্ষনের জন্য একটা রেজিষ্ট্যার সংরক্ষন করা হবে। রেজিষ্ট্যারটি প্রশাসন সমন্বয়কারীর দায়িত্বে থাকবে।
  • যে বা যাহারা ফটোকপি মেশিনটি ব্যবহার করবেন উক্ত ব্যক্তিদ্বয় মেশিনটির পরিস্কার পরিছন্নতার দিকে সর্বোপরি এর উৎকৃষ্ট ব্যবহারের প্রতি খেয়াল রাখবেন।
  • প্রতিমাসের শেষ তারিখে চলতি মাসে কত সংখ্যা ফটোকপি হয়েছে তার একটা হিসাব নির্বাহী পরিচালকের অবগতির জন্য প্রেরন করতে হবে।
  • সংস্থার মেশিনের ফটোকপির মূল্য বাবদ এক পৃষ্টা ১.২৫ টাকা , উভয় পৃষ্টা ১.৭৫ টাকা হিসাবে ধ্যার্য করা হয়। যে কোন প্রকল্পের ফটোকপি করা প্রয়োজন হলে একই হারে প্রকল্প থেকে মূল্যবাবদ মোট টাকা নিয়ে জেনারেল ফান্ডে গ্রহন করা হবে।
  • টাকা গ্রহন করা সাপেক্ষে সংস্থা (রিসিট) প্রদান করবে।
  • সংস্থার যে কোন পর্যায়ের কর্মকর্তা / কর্মী নিজেদের ব্যাক্তিগত ফটোকপি সংস্থার মেশিনে করতে পারবেন, তবে বাজারমূল্য অনুযায়ী নগদে বিল প্রদান করতে হবে।

 

যারা ফটো কপি মেশিনটি ব্যবহার করবেন নির্বাহী পরিচালকের অনুমোদনক্রমে তার একটা তালিকা প্রনয়ন করে প্রশাসন সমন্বয়কারীর কাছে রাখতে হবে। প্রয়োজনে নির্বাহী পরিচালক এই তালিকায় নতুন নাম সংযোজন বা নির্ধারিত নাম থেকে বাদ দিতে পারবেন।

মুক্তি নারী ও শিশু উন্নয়ন সংস্থার কর্তৃপক্ষ ফটোষ্ট্যাট মেশিন ব্যবহারের সামগ্রীক ব্যবস্থাপনার এবং নীতি মালা প্রয়োজনে ও বিশেষ জরুরী অবস্থায় পরিমার্জন, পরিবর্ধন করতে পারবেন।

Photocopier Used Policy
of
MUKTI NARI-O-SHISHU UNNAYAN SANGASTHA (MNSUS)

 

ভূমিকা

বাংলাদেশ দরিদ্রতম দেশ। এ দেশের ৭৫% মানুষ দরিদ্র বিধায় তাদের জীবন যাত্রার মানও অনুন্নত পাশাপাশি নিরক্ষরতা এবং অসচেতনতা দরিদ্র মানুষকে মানবেতর জীবন যাপনে বাধ্য করছে। মুক্তি নারী ও শিশু উন্নয়ন সংস্থা, এই দরিদ্র, অসহায়, নির্যাতিত মানুষের উন্নয়ন ও আত্ম-নির্ভরশীলতা এবং আত্ম-কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র বিমোচন, স্বাস্থ্য সেবা নিশ্চিত করণ এবং মানবাধিকার সংরক্ষণের লক্ষ্যে প্রতিষ্ঠা লগ্ন (১৯৯০সাল) থেকে কাজ করে যাচ্ছে

 

সংস্থার লক্ষ্য


একটি সুন্দর সমাজ যা অর্থনৈতিক ভাবে সাম্য, সামাজিক ভাবে নিরপেক্ষ, পরিবেশগত ভাবে নিরাপদ, গণতান্ত্রিকভাবে কার্যকর, যেখানে পুরুষ ও মহিলা জীবনের প্রতিটি ক্ষেত্রে ন্যায্যতার ভিত্তিতে সমান অধিকার ভোগ করে।

  

সংস্থার উদ্দেশ্য


ধর্ম, বর্ণ, গোত্র, ও লিঙ্গ বৈষম ভেদে দেশের সকল হতদরিদ্র, দরিদ্র, দু:স্থ্য, নির্যাতিত, আইনী সহায়তা থেকে বঞ্চিত নিরক্ষর জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়ন, মানবাধিকার সংরক্ষণ ও দক্ষতা উন্নয়নে সহায়তা করাই এই সংস্থার অন্যতম উদ্দ্যেশ্য। এই সংস্থা একটি অরাজনৈতিক এবং অলাভজনক সমাজসেবা মূলক স্বে”ছাসেবী প্রতিষ্ঠান হিসাবে কাজ করবে।

 

সংগঠনের বৈশিষ্ট্য সমূহ

  • নারী পুরুষের সমতা।
  • নারী পুরুষ একে অন্যের প্রতি বিশ্বস্ত ও শ্রদ্ধাশীল।
  • কর্মীদের কোন প্রকার আচরণ দ্বারা আঘাত করা যাবে না। এরকম কাজ শাস্তি যোগ্য বলে বিবেচিত হবে।
  • সংস্থায় নারীর জন্য আলাদা কোন কাজ চিহ্নিত করা যাবে না।
  • ধর্ম, বর্ণ, গোত্র ও লিঙ্গ বৈষম্যভেদে সকলের সমানাধিকারের বিশ্বাস থাকতে হবে।
  • পিতৃতান্ত্রিক দৃষ্টিভঙ্গি দূরীকরনে সংস্থার সকল কর্মসূচীতে অঙ্গীকারাবদ্ধ।
  • অসাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গি পোষন করা।
  • সিদ্ধান্ত গ্রহণে নারী-পুরুষ এর সমতা নিশ্চিত করা।
  • নারীদের প্রতি আস্তা।
  • আদিবাসী, প্রতিবন্ধী, বেঁদে, হিজড়াসহ সকল প্রান্তিক জনগোষ্টিকে উন্নয়নের মূলস্রোতে আনার অধ্যাহত প্রচেষ্টা।
  • দেশপ্রেম ও সংস্থার প্রতিদরদ।
  • সততা, ন্যায়নিষ্টতা, শৃংঙ্খলা বজায় রাখা ও আস্তাশীল।
  • সেবাদানে অঙ্গিকারবদ্ধ।

 

মুক্তি নারী ও শিশু উন্নয়ন সংস্থা ১৯৯০ সাল থেকে দরিদ্র, হতদরিদ্র, সুবিধাবঞ্চিত মানুষের অধিকার রক্ষায় বিভিন্ন দাতা সংস্থার অনুদান গ্রহন করে কুষ্টিয়া, মেহেরপুর ও চুয়াডাংগা জেলায় কাজ করছে । কাজের প্রয়োজনে প্রতিনিয়ত বিভিন্ন কাগজপত্র (নখিপত্র,দলিল দস্তাবেজ) ফটোকপি করা হয়। যার জন্য সংস্থার প্রচুর অর্থ খরচ হয়ে যায়,পাশাপাশি প্রয়োজনের সময় দ্রুত কাজটি সম্পন্ন করাও যায়না । সংস্থার এই অর্থনৈতিক ক্ষতির হাত থেকে মুক্ত হওয়া এবং সময়কে সাশ্রয় করার জন্য মুক্তি নারী ও শিশু উন্নয়ন সংস্থা ব্রেড ফর দি ওয়ার্ল্ড জার্মানীর সহযোগিতায় নারীর প্রতি সহিংসতা ও মানব পাচার কমিয়ে এনে নারীর অধিকার প্রতিষ্টা করা প্রকল্পের মাধ্যমে একটা ফটোষ্ট্যাট মেশিন ক্রয় করে । যাহা সংস্থার স্থায়ী সম্পদ হিসাবে পরিগনিত হয়েছে। ফটোষ্ট্যাট মেশিনটি যেহেতু সংস্থার নিজস্ব সম্পদ সুতারং এটা ব্যবহারের জন্য নিচের নীতিমালা সমুহ অনুসরন করা হবে।

নিয়ম সমুহ

  • ফটোষ্ট্যাট মেশিনটি ব্যবহারের জন্য উর্ধতন কর্তৃপক্ষের অনুমোদন গ্রহন করা আবশ্যক হবে ।
  • উর্ধতন কর্তৃপক্ষ বলতে নির্বাহী পরিচালক,প্রশাসন সমন্বয়কারী ও কর্মসূচী সমন্বকারীকে বুঝাবে।
  • কোন বিষয়টি ফটোকপি করা হবে এবং কত কপি করা হবে তা লিখিত আকারে জানাতে হবে।
  • কি বিষয় ফটোকপি করা হয়েছে এবং কত কপি করা হয়েছে তা সংরক্ষনের জন্য একটা রেজিষ্ট্যার সংরক্ষন করা হবে। রেজিষ্ট্যারটি প্রশাসন সমন্বয়কারীর দায়িত্বে থাকবে।
  • যে বা যাহারা ফটোকপি মেশিনটি ব্যবহার করবেন উক্ত ব্যক্তিদ্বয় মেশিনটির পরিস্কার পরিছন্নতার দিকে সর্বোপরি এর উৎকৃষ্ট ব্যবহারের প্রতি খেয়াল রাখবেন।
  • প্রতিমাসের শেষ তারিখে চলতি মাসে কত সংখ্যা ফটোকপি হয়েছে তার একটা হিসাব নির্বাহী পরিচালকের অবগতির জন্য প্রেরন করতে হবে।
  • সংস্থার মেশিনের ফটোকপির মূল্য বাবদ এক পৃষ্টা ১.২৫ টাকা , উভয় পৃষ্টা ১.৭৫ টাকা হিসাবে ধ্যার্য করা হয়। যে কোন প্রকল্পের ফটোকপি করা প্রয়োজন হলে একই হারে প্রকল্প থেকে মূল্যবাবদ মোট টাকা নিয়ে জেনারেল ফান্ডে গ্রহন করা হবে।
  • টাকা গ্রহন করা সাপেক্ষে সংস্থা (রিসিট) প্রদান করবে।
  • সংস্থার যে কোন পর্যায়ের কর্মকর্তা / কর্মী নিজেদের ব্যাক্তিগত ফটোকপি সংস্থার মেশিনে করতে পারবেন, তবে বাজারমূল্য অনুযায়ী নগদে বিল প্রদান করতে হবে।

 

যারা ফটো কপি মেশিনটি ব্যবহার করবেন নির্বাহী পরিচালকের অনুমোদনক্রমে তার একটা তালিকা প্রনয়ন করে প্রশাসন সমন্বয়কারীর কাছে রাখতে হবে। প্রয়োজনে নির্বাহী পরিচালক এই তালিকায় নতুন নাম সংযোজন বা নির্ধারিত নাম থেকে বাদ দিতে পারবেন।

মুক্তি নারী ও শিশু উন্নয়ন সংস্থার কর্তৃপক্ষ ফটোষ্ট্যাট মেশিন ব্যবহারের সামগ্রীক ব্যবস্থাপনার এবং নীতি মালা প্রয়োজনে ও বিশেষ জরুরী অবস্থায় পরিমার্জন, পরিবর্ধন করতে পারবেন।