মুক্তির উদ্যোগে দৌলতপুর ইউনিয়নে শিশু বিবাহ প্রতিরোধে ইউপি সদস্য, ধর্মীয় ও স্থানীয় নেতৃবৃন্দের দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ
মুক্তি নারী ও শিশু উন্নয়ন সংস্থার উদ্যোগে ইউনিসেফ এর সহযোগিতায় গত ৩১/০৩/২০২১ ইং তারিখ সকাল ১০ টায় দৌলতপুর উপজেলার অন্তর্গত দৌলতপুর ইউনিয়ন পরিষদের হল রুমে ‘‘শিশু বিবাহ নিরসনকে প্রাধান্য দিয়ে কিশোর কিশোরীদের কল্যানে উপযুক্ত পরিবেশ সৃষ্টি” প্রকল্পের শিশু বিবাহ প্রতিরোধে ইউপি সদস্য, ধর্মীয় ও স্থানীয় নেতৃবুন্দের দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহিউল ইসলাম মহি এর উদ্বোধনী বক্তব্যের মধ্য দিয়ে প্রশিক্ষণ পর্বটি শুরু হয়। প্রশিক্ষণের লক্ষ্য উদ্দেশ্য বর্ণনা সহ প্রশিক্ষণ পর্বটি পরিচালনা করেন প্রকল্পের উপজেলা সমন্বয়কারী রকিবুল ইসলাম। কার্যক্রম নিয়ে আলোচনা করেন বাংলাদেশ সরকার ও ইউনিসেফ এর যৌথ কার্যক্রম এর উপজেলা সমন্বয়ক ইকবাল হোসেন। প্রশিক্ষণ পর্বে দলীয় কাজে সরব অংশগ্রহণ করেন ইউপি সচিব আব্দুল খালেক, কাজী এনায়েতউল্লাহ, হাবিবুর রহমান, আরিফা খাতুন ইউপি সদস্য। সার্বিক আয়োজনের সহযোগিতায় ছিলেন প্রকল্পের ফ্যাসিলিটেটর আবু আফফান ও আরিফুল ইসলাম।