মুক্তি ও ভয়েজ এন্ড ভিউজ এর উদ্যোগে আগুনে পোড়া প্রতিবন্ধী নারীদের খাদ্য ও সুরক্ষা সামগ্রী বিতরণ
গত ২২ মার্চ ২০২১ ভয়েজ এন্ড ভিউজ এর আয়োজনে মুক্তি নারী ও শিশু উন্নয়ন সংস্থার সহযোগিতায় সকাল ১১ টায় মুক্তির প্রশিক্ষন কক্ষে কোভিডকালীন সময়ের জন্য আগুনে পোড়া প্রতিবন্ধী নারীদের মধ্যে সুরক্ষা ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। বিতরণ সভায় বক্তব্য রাখেন মুক্তি নারী ও শিশু উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক বীর মুক্তিযোদ্ধা মমতাজ আরা বেগম, হাটশ হরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম সম্পা মাহমুদ, মুক্তি নারী ও শিশু উন্নয়ন সংস্থার প্রকল্প সমন্বয়কারী জায়েদুল হক মতিন ও ট্রেনিং এন্ড ডকুমেন্টেশন অফিসার তামজিদা জান্নাতী। উপস্থাপন করেন প্রজেক্ট অফিসার তাপিকুল ইসলাম, সার্বিক সহযোগিতা করেন প্রজেক্ট ফ্যাসিলিটেটর কামরুন নাহার সাথী । সুরক্ষা সামগ্রী হিসাবে প্রতিটি সদস্যকে মাস্ক ৪টি, সাবান ৫টি ও ১ কেজি ডিটারজেন্ট পাউডার দেওয়া হয়। খাদ্য সামগ্রী হিসাবে চাউল – ২৫ কেজি , ডাল- ১ কেজি, তেল ১ লিটার, লবন ১ কেজি, আলু ২ কেজি বিতরন করা হয়। আগুনে পোড়া প্রতিবন্ধী নারীদের ২ টি সংগঠনের ২৪ জন সদস্য সুরক্ষা সামগ্রী ও খাদ্য সামগ্রী গ্রহন করেন।