মুক্তির উদ্যোগে শিশু বিবাহ প্রতিরোধ প্রকল্পের স্টাফ ওরিয়েন্টেশন
মুক্তি নারী ও শিশু উন্নয়ন সংস্থার উদ্যোগে ইউনিসেফ এর সহযোগিতায় ‘‘শিশু বিবাহ নিরসনকে প্রাধান্য দিয়ে কিশোর কিশোরীদের কল্যানে উপযুক্ত পরিবেশ সৃষ্টি” প্রকল্প সম্পর্কেকর্মীদের ২দিন ব্যাপি ওরিয়েন্টেশন গত ১৫/০৩/২০২১ ইং তারিখ সকাল ১০.০০ ঘটিকায় চিলিস ফুড পার্কে অনুষ্ঠিত হয়। ওরিয়েন্টেশন সভার উদ্বোধনী দিনে সভাপতিত্ব করেন মুক্তি নারী ও শিশু উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক, বীর মুক্তিযোদ্ধা জনাব মমতাজ আরা বেগম। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব মৃনাল কান্তি দে, উপ-পরিচালক (উপসচিব) স্থানীয় সরকার বিভাগ, কুষ্টিয়া, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব নুরে সফুরা ফেরদৌস, উপ-পরিচালক, মহিলা বিষয়ক অধিদপ্তর, কুষ্টিয়া। অতিথিবৃন্দ তাঁদের বক্তব্যে শিশু বিবাহকে নারীর ক্ষমতায়নের মূল অন্তরায় হিসাবে চিহ্ণিত করে তা বন্ধে সকলকে নিবিড়ভাবে কাজ করার আহবান জানান। ওরিয়েন্টেশন সেশনটি সঞ্চালনা, সংস্থার নীতিমালা এবং শিশু বিবাহ আইন-২০১৭ সম্পর্কে আলোচনা করেন জনাব জায়েদুল হক মতিন, কর্মসূচী সমন্বয়কারী, মুক্তি নারী ও শিশু উন্নয়ন সংস্থা এবং প্রকল্পের কর্মসূচী ও আউটপুট সম্পর্কে প্রেজেন্টেশন উপস্থাপন করেন প্রকল্প সমন্বয়কারী জীবন্নাহার খাতুন।