মুক্তি নারী ও শিশু উন্নয়ন সংস্থার উদ্যোগে মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় কবুরহাট মাধ্যমিক বিদ্যালয়ে ঝরে পড়া মেয়ে শিশুদের স্কুলে ফিরিয়ে আনা কার্যক্রম বিষয়ে স্কুল শিক্ষক ও স্কুল ম্যানেজমেন্ট কমিটির সাথে ডায়ালগ অনুষ্ঠিত হয়। ডায়ালগে সভাপতিত্ব করেন কবুরহাট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ তারিক হোসেন। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবুরহাট মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজমেন্ট কমিটির সদস্য হোসনে আরা, কবুরহাট মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নুর আলম সিদ্দিকী। ডায়ালগে স্বাগত বক্তব্য ও ঝরে পড়া মেয়ে শিশুদের স্কুলে ফিরিয়ে আনা কার্যক্রমের উদ্দেশ্য তুলে ধরেন মুক্তি নারী ও শিশু উন্নয়ন সংস্থার ট্রেনিং এ্যান্ড ডকুমেন্টেশন অফিসার তামজিদা জান্নাতী। উন্মুক্ত আলোচনায় সুপারিশ আকারে বক্তব্য রাখেন কবুরহাট মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজমেন্ট কমিটির সদস্য ও সহকারী শিক্ষকবৃন্দ। মেয়ে শিশুদের স্কুল থেকে ঝড়ে পড়া রোধ করতে শিক্ষক, স্কুল ম্যানেজমেন্ট কমিটি বিশেষভাবে দায়িত্ব নিলে এটা রোধ করা সম্ভব হবে। সভাপতি বলেন, পিতা মাতাকে অবশ্যই সচেতন হতে হবে সেই সাথে সন্তানদের নৈতিক শিক্ষা দিতে হবে তাহলে শিশুরা নিজেরাই তাদের পড়া লেখা চালিয়ে যাবে এবং স্কুল থেকে শিশুদের ঝরে পড়া বন্ধ হবে। ডায়লঘ পরিচালনা করেন মুক্তি নারী ও শিশু উন্নয়ন সংস্থার ফিল্ড অর্গানাইজার তাপিকুল ইসলাম ।