মুক্তি নারী ও শিশু উন্নয়ন সংস্থার উদ্যোগে মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় পাথরবাড়ীয়া মজিবর রহমান মাধ্যমিক বিদ্যালয়, দি ওল্ড কুষ্টিয়া হাই স্কুল, কালোয়া মাধ্যমিক বিদ্যালয় ও কবুরহাট মাধ্যমিক বিদ্যালয় ঝরে পড়া মেয়ে শিশুদের স্কুলে ফিরিয়ে আনা কার্যক্রম বিষয়ে স্কুলের ছাত্র ছাত্রীদের সেশন অনুষ্ঠিত হয়। সেশন উদ্বোধন করেন পাথরবাড়ীয়া মজিবর রহমান মাধ্যমিক বিদ্যালয় সহকারী প্রধান শিক্ষক মোঃ আরিফুর রহমান, দি ওল্ড কুষ্টিয়া হাই স্কুলের সহকারী শিক্ষিকা তামান্না সুলতানা, কালোয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজাহারুল হক মিলন ও কবুরহাট মাধ্যমিক বিদ্যালয়ের তারিক হোসেন। আরও উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষকবৃন্দ। সভায় স্বাগত বক্তব্য ও পরিচালনা করেন মুক্তি নারী ও শিশু উন্নয়ন সংস্থার ফিল্ড অর্গানাইজার খন্দকার মুস্তাফিজুর রহমান ও তাপিকুল ইসলাম। ঝরে পড়া মেয়েদের স্কুলে ফিরিয়ে আনতে সকলের করনীয় বিষয়ে আলোচনা করেন মুক্তি নারী ও শিশু উন্নয়ন সংস্থার ট্রেনিং এ্যান্ড ডকুমেন্টেশন অফিসার তামজিদা জান্নাতী । প্রধান শিক্ষকগণ বলেন ঝরে পড়া মেয়ে শিশুদের স্কুলে ফিরিয়ে আনার জন্য শিক্ষক,ছাত্র- ছাত্রী কাজ করছে যার জন্য অনেক ছাত্রী স্কুলে ফিরে এসেছে।