মুক্তির উদ্যোগে কুমারখালি উপজেলায় সদকী ইউনিয়নে ত্রান বিতরন
মুক্তি নারী ও শিশু উন্নয়ন সংস্থার উদ্যোগে ব্রেড ফরদি ওয়ার্ল্ড এ সহযোগিতায় Emergency Response to Mitigate COVID-19 Impact On the Poor and Marginalized (EC-Net) প্রকল্পের আওতায় কুমারখালী উপজেলা সদকী ইউনিয়ন পরিষদে গত ২২ ই ডিসেম্বর সকাল ১১.০০ সময় করোনায় ক্ষতিগ্রস্থ ৪০ জনকে খাদ্য সামগ্রী ও ১২ জনকে আই জি এ সার্পোট দেওয়া হয়। ত্রান বিতরনের সময় উপস্থিত ছিলেন কুমারখালী উপজেলা ভাইচ চেয়ারম্যান মেরিনা আক্তার মিনা, সদকী ইউ পি চেয়ারম্যান আব্দুল মজিদ, আক্তার হোসেন বাবুল, মুক্তি নারী ও শিশু উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক বীরমুক্তিযোদ্ধা মমতাজ আরা বেগম। ত্রান বিতরনে সার্বিকভাবে সহযোগিতা করেনমুক্তি নারী ও শিশু উন্নয়ন সংস্থার কর্মসূচী সমন্বয়কারী জায়েদুল হক মতিন, প্রশিক্ষন এবং ডকুমেন্টেশন অফিসার তামজিদা জান্নাতি, মনিটরিং অফিসার রকিবুল ইসলাম কর্নেল, প্রোগ্রাম অফিসার মোস্তাফিজুর রহমান সোহেল ও রওশন।