মুক্তির উদ্যোগে কর্মশালা
মুক্তি নারী ও শিশু উন্নয়ন সংস্থার উদ্যোগে সবুজের অভিযাজের সহযোগিতায় Consultation and Mobilization Event For Claiming our Voices Beijing +25 Review and Follow-up কর্মশালা গত ০৪/০৩/২০২১ ইং তারিখ সকাল ১০.০০ সময় পালকী রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। কর্মশালায় সভাপতিত্ব করেন মুক্তি নারী ও শিশু উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক, বীর মুক্তিযোদ্ধা মমতাজ আরা বেগম। কর্মশালায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নুরে সফুরা ফেরদৌস উপ-পরিচালক মহিলা বিষয়ক অধিদপ্তর। অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হাটশ হরিপুর ইউনিয়নের চেয়ারম্যান সম্পা মাহমুদ, এজিপি এ্যাড: শীলা বসু, সাংবাদিক ও শিক্ষিকা আফরোজা আক্তার ডিউ, মেরিট মডেল স্কুলের প্রধান শিক্ষিকা নাজমুন্নাহার শিখা। সহায়ক হিসাবে উপস্থিত ছিলেন মাহমুদা বেগম নির্বাহী পরিচালক সবুজের অভিযান। কর্মশালায় উপস্থিত ছিলেন বিভিন্ন পেশার ২৬ জন নারী। কর্মশালায় সঞ্চালোকের দ্বায়িত্ব পালন করেন মুক্তি নারী ও শিশু উন্নয়ন সংস্থার কর্মসূচী সমন্বয়কারী জায়েদুল হক মতিন। সার্বিকভাবে সহযোগিতা করেন মুক্তি নারী ও শিশু উন্নয়ন সংস্থার কাজী শফি উল্লাহ ও নুরুন্নাহার বেগম।