মুক্তির উদ্যোগে আলাউদ্দিন নগর মাধ্যমিক বালিকা বিদ্যলয় বিজ্ঞান মেলা

Muktinari

মুক্তির উদ্যোগে আলাউদ্দিন নগর মাধ্যমিক বালিকা বিদ্যলয়ে বিজ্ঞান মেলা

গত ১১ ই মার্চ ২০২০ মুক্তি নারী ও শিশু উন্নয়ন সংস্থার উদ্যোগে আলাউদ্দিন নগর মাধ্যমিক বালিকা বিদ্যলয় এবং সক্রেটিস বিজ্ঞান ক্লাবের আয়োজনে বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশনের সহযোগিতায় মাধ্যমিক বিদ্যালয়ে বিজ্ঞান শিক্ষার উন্নয়ন (পিএসই) প্রকল্পের আওতায় মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরদের মাঝে বিজ্ঞান ভীতি দূর করার লক্ষ্যে আলাউদ্দীন নগর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে বিজ্ঞান মেলা ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। সক্রেটিস বিজ্ঞান ক্লাবের সদস্যরা শ্রেণী ভিত্তিক মোট ১৯টি প্রজেক্ট উপস্থাপন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মুক্তি নারী ও শিশু উন্নয়ন সংস্থার পিএসই প্রকল্পের সমন্বকারী কাজী আরিফুল ইসলাম রিমন, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক জনাব মোঃ মুশফিকুর রহমান, জনাব মোঃ আবু সালেহ এবং জনাব মোঃ আমিনুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলাউদ্দিন নগর মাধ্যমিক বালিকা বিদ্যলয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ মিজানুর রহমান। মেলাতে নবম শ্রেণী প্রথম, অষ্টম শ্রেণী দ্বিতীয় এবং দশম শ্রেণী তৃতীয় স্থান অধিকার করে। কুইজ প্রতিযোগিতায় জয়া খাতুন প্রথম, নদী খাতুন দ্বিতীয় এবং পিংকি খাতুন তৃতীয় স্থান অধিকার করেন। বিজ্ঞান মেলা ও কুইজ প্রতিযোগিতার বিচারক হিসাবে দায়িত্ব পালন করেন সহকারী শিক্ষক বিজয় কুমার বিশ্বাস ও মুশফিকুর রহমান। অনুষ্ঠানটি পরিচালনা করেন সহকারী শিক্ষক বিজয় কুমার বিশ্বাস, সার্বিক সহযোগিতায় ছিলেন পিএসই প্রকল্পের আবিদা সুলতানা হানী।