মুক্তির উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন
মুক্তি নারী ও শিশু উন্নয়ন সংস্থার উদ্যোগে মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় “প্রজন্ম হোক সমতার, নিশ্চিত হোক নারী অধিকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে গত ০৮/০৩/২০২০ ইং তারিখ সকাল ১০ স্থানীয় পাবলিক লাইব্রেরীর সামনে নারীর প্রতি সকল প্রকার সহিংসতা বন্ধের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন চলাকালীন বক্তব্য রাখেন রশিদুল ইসলাম, শ্যামল কুমার চৌধুরী, এম আর ইসলাম, জায়েদুল হক মতিন, নায়েব আলী মন্ডল, এম এ কাইয়ুম, আব্দুর রাজ্জাক মাষ্টার, নুরজাহান বেগম, তামজিদা জান্নাতী, রফিকুল ইসলামসহ উপস্থিত বক্তাগন। মানববন্ধন শেষে বর্ণাঢ্য র্যালী কুষ্টিয়া শহর প্রদক্ষিণ করে কুষ্টিয়া পৌরসভার বিজয় উল্লাস চত্বরে এসে শেষ হয়। অপর দিকে হাটশ হরিপুর ইউনিয়ন পরিষদ এবং মুক্তি নারী ও শিশু উন্নয়ন সংস্থার যৌথ আয়োজনে গত ০৮/০৩/২০২০ ইং তারিখ বেলা ১১.৩০ মিনিট সময়ে কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুর ইউনিয়ন পরিষদ মাঠে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন হাটশ হরিপুর ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান এম সম্পা মাহমুদ। অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সালেহা খাতুন, ইউপি সদস্য, রাশিদুল ইসলাম, ইউপি সদস্য, এম এ কাইয়ুম, সাধারন সম্পাদক, উপজেলা সোস্যাল সাপোট কমিটি, শামিমা আক্তার পলি, সাধারন সম্পাদক, হাটশ হরিপুর সোস্যাল সাপোট কমিটি, আপরোজা পারভিন। স্বাগত বক্তব্য রাখেন তামজিদা জান্নাতী, ট্রেনিং এন্ড ডকুমেন্টেশন অফিসার, মুক্তি নারী ও শিশু উন্নয়ন সংস্থা। আলোচনায় বক্তব্য রাখেন তারক নাথ কুন্ডু, প্রোগ্রাম সুপারভাইজার, মুক্তি নারী ও শিশু উন্নয়ন সংস্থা, রুমি আক্তার, Youth গ্রূপ সদস্যসহ অন্যান্য বক্তাগন। আলোচনা সভাটি সঞ্চলনা করেন তাপিকুল ইসলাম, প্রজেক্ট অফিসার, মুক্তি নারী ও শিশু উন্নয়ন সংস্থা। আলোচনা সভা শেষে বর্ণাঢ্য র্যালী হাটশ হরিপুর ইউনিয়নের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে ইউনিয়ন পরিষদ এর মাঠে এসে শেষ হয়। সার্বিক সহযোগিতা করেন কামরুন নাহার, ওয়াহিদুজ্জাম, মেরিনা হক ও রেফাউল ইসলাম বিপুল।