মুক্তির উদ্দ্যোগে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে র্যালী, আলোচনা সভা, খেলাধূলা ও পুরুস্কার বিতরন
মুক্তি নারী ও শিশু উন্নয়ন সংস্থা এবং আইন ও সালিশ কেন্দ্র (আসক) এর সহযোগিতায় মানবাধিকার সংরক্ষণ পরিষদ, মানবাধিকার নারীসমাজ, মানবাধিকার নাট্য পরিষদ এবং মানবাধিকার আইনজীবী পরিষদের যৌথ আয়োজনে “ঘুরে দাঁড়াবো আবার, সবার জন্য মানবাধিকার” এই শ্লোগানকে সামনে রেখে গত ১০ ই ডিসেম্বর বেলা ১১ টায় হাটশ হরিপুর ইউনিয়ন পরিষদ মাঠে দিনব্যাপী কর্মসূচী পালিত হয়। প্রথম অধিবেশনের শুভ উদ্বোধন করেন মানবাধিকার সংরক্ষণ পরিষদের সভাপতি ডা: উৎপল সেনগুপ্ত। শত শত নারী ও কিশোরীদের অংশগ্রহনে বিভিন্ন ইভেন্ট এ খেলাধূলা শুরু করা হয়। দ্বিতীয় পর্বে র্যালী ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এডাব কুষ্টিয়া চ্যাপ্টার এর সভাপতি এবং মুক্তির প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক বীরমুক্তিযোদ্ধা মমতাজ আরা বেগম। সভাপতিত্ব করেন মানবাধিকার সংরক্ষণ পরিষদের সভাপতি ডা: উৎপল সেনগুপ্ত। অতিথি হিসাবে উপস্থিত থেকে আলোচনা করেন মানবাধিকার সংরক্ষণ পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক নায়েব আলী মন্ডল, মানবাধিকার নাট্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক এম এ কাইয়ুম, মানবাধিকার সংরক্ষণ পরিষদ জেলা কমিটির সাধারন সম্পাদক আব্দুর রাজ্জাক মাষ্টার, মানবাধিকার সংরক্ষণ পরিষদ জেলা কমিটির কোষাধ্যক্ষ মাহাতাব উদ্দিন, মানবাধিকার নারীসমাজ জেলা কমিটির সভাপতি সালেহা বেগম, মানবাধিকার নারীসমাজ হাটশ হরিপুর ইউনিয়নের সভাপতি রওশন আরা বেগম। সভাটি সঞ্চলনা করেন মুক্তির প্রোগ্রাম সুপারভাইজার তারক নাথ কুন্ডু। সার্বিক সহযোগিতা করেন মুক্তির রেফাউল ইসলাম, তাপিকুল ইসলাম, কামরুন নাহার সাথী, ওহিদুজ্জামান, রেহানা আক্তার। র্যালী ও আলোচনা সভা শেষে পুরুস্কার বিতরন করেন অতিথিবর্গ। মানবাধিকার সংরক্ষণ পরিষদ এর পক্ষথেকে প্রধান অতিথিকে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে শুভেচ্ছা উপহার তুলে দেন সংগঠনের সভাপতিসহ সদস্যগন। মানবাধিকার সংরক্ষণ পরিষদ এর বিভিন্ন সদস্যকে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে শুভেচ্ছা উপহার তুলে দেন প্রধান অতিথি।