মুক্তি নারী ও শিশু উন্নয়ন সংস্থার বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত

মুক্তি নারী ও শিশু উন্নয়ন সংস্থার বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত

গত ২১ ই ডিসেম্বর সকাল ১০:৩০ মিনিটে মুক্তি নারী ও শিশু উন্নয়ন সংস্থার বিশেষ সাধারণ সভা সংস্থার প্রশিক্ষণ কক্ষে অনুষ্ঠিত হয়। বিশেষ সাধারণ সভায় সভাপতিত্ব করেন মুক্তি নারী ও শিশু উন্নয়ন সংস্থার কার্যকরী পরিষদের সহ সভাপতি জনাব তুলিকা নন্দী। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন রেফাউল ইসলাম। মুক্তির চলমান কার্যক্রম উপস্থাপন করেন সংস্থার প্রোগ্রাম কো-অর্ডিনেটর জায়েদুল হক মতিন। স্বাগত বক্তব্য রাখেন সংস্থার নির্বাহী পরিচালক, বীর মুক্তিযোদ্ধা জনাব মমতাজ আরা বেগম। সাধারণ সভায় ২০২০-২০২৩ বর্ষের জন্য নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন পর্বটি পরিচালনা করেন সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক জনাব রোখসানা পারভীন, রেজিষ্ট্রেশন অফিসার মোঃ মামুদুর রহমান এবং প্রধান নির্বাচন কমিশনার এ্যাডভোকেট অনুপ কুমার নন্দীর অনুপস্থিতিতে এ্যাডভোকেট শীলা বসু(এজিপি)। নির্বাচন শেষে আল হামরা বেগম সভাপতি ও মমতাজ আরা বেগমকে সদস্য সচিব নির্বাচন করে ৯ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়। কার্যনির্বাহী পরিষদের অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি তুলিকা নন্দী, কোষাধ্যক্ষ ডঃ শর্মিষ্ঠা হোসেন, নির্বাহী সদস্য যথাক্রমে অধ্যাপক হানিফ আলী, মাহবুবুল আলম রতন, নার্গিস রহমান, সেলিনা আক্তার অনামিকা ও এ্যাডভোকেট আব্দুর রশিদ রানা। নির্বাচন শেষে নব নির্বাচিত কার্যনির্বাহী পরিষদের সদস্য সচীব বীরমুক্তিযোদ্ধা মমতাজ আরা বেগম নির্বাচিত কমিটির সদস্যসহ সাধারণ পরিষদের সদস্যদের ধন্যবাদ জানান। সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক রোখসারা পারভীন তাঁর বক্তব্যে মুক্তি সংস্থার কার্যক্রমের প্রশংসা করেন, কমিটির মেয়াদ ২ বছরের পরিবর্তে ৩ বছর করার সমর্থন করেন এবং আগামী দিনের সফলতা কামনা করেন। সমাপনী বক্তব্যে সংস্থার কার্যনির্বহী পরিষদের সহ-সভাপতি জনাব তুলিকানন্দী আগামী দিনের সংস্থার সফলতা কামনা করে সমাপ্ত করেন।