মুক্তি উদ্যোগে কুষ্ঠ রোগীদের আয় বৃদ্ধিমূলক কার্যক্রম শুরু জন্য আর্থিক সহায়তা প্রদান
মুক্তি নারী ও শিশু উন্নয়ন সংস্থার উদ্যোগে, Project “COVID-19 Support project for persons Affected by Leprosy in Bangladesh” প্রকল্পের মাধ্যমে, দি লেপ্রসি মিশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর সহযোগিতায় হতদরিদ্র কুষ্ঠ আক্রান্ত রোগীদের আয় বৃদ্ধিমূলক কার্যক্রম শুরুর জন্য নগদ অর্থ প্রদান করা হয়। ১৫ জন কুষ্ঠ আক্রান্ত রোগীদের মাঝে এই অর্থ প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহিলা অধিদপ্তরের সন্মানিত উপ-পরিচালক নূরে সফুরা ফেরদৌস, মুক্তি নারী ও শিশু উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক বীর মুক্তিযোদ্ধা মমতাজ আরা বেগম, জায়েদুল হক মতিন, কর্মসূচী সমন্বয়কারীসহ মুক্তির অন্যান্য কর্মকর্তা, কর্মচারীবৃন্দ। ভাগ্যাহত কুষ্ঠ রোগী যারা করোনাকালীন সময়ে আরো দারিদ্রতার শিকার হয়েছে তাদের মাঝে আলো সোসাইটির প্রকল্পের মাধ্যমে সাবান ও মাস্ক প্রদান করা হয়। মুক্তি নারী ও শিশু উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালকের সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে সভার সমাপ্তি হয়। অনুষ্ঠানটি সার্বিক ভাবে পরিচালনা করেন সংস্থার কর্মসূচী সমন্বয়কারী জনাব জায়েদুল হক মতিন।