মুক্তির উদ্যোগে মানবাধিকার সংরক্ষণ পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

মুক্তির উদ্যোগে মানবাধিকার সংরক্ষণ পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

মুক্তি নারী ও শিশু উন্নয়ন সংস্থার উদ্যোগে আইন ও সালিশ কেন্দ্রের সহযোগিতায় মানবাধিকার সংরক্ষণ পরিষদ এর আয়োজনে গত ২৩/০৩/২০২১ ইং তারিখে মানবাধিকার সংরক্ষণ পরিষদ কুষ্টিয়া উপজেলা কমিটির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের শুরুতেই পৌরসভার বিজয়উল্লাস চত্ত্বর থেকে র‌্যালী বের হয়ে কুষ্টিয়া শহর প্রদক্ষিণ শেষে পাবলিক লাইব্রেরীর মাঠে এসে শেষ হয়। র‌্যালী শেষে চিলিস ফুড পার্কে আলোচনা সভা ও কমিটি গঠনের কার্যক্রম শুরু হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন কমিটির আহবায়ক সামসুজ্জামান। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আ, স, ম, আকতারুজ্জামান মাসুম,(জিপি) সহ-সভাপতি এম এ পি এবং সভাপতি জেলাবার। অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নায়েব আলী মন্ডল, সাধারন সম্পাদক, মানবাধিকার সংরক্ষণ পরিষদ কেন্দ্রীয় কমিটি, ডা: উৎপল সেনগুপ্ত, সভাপতি, মানবাধিকার সংরক্ষণ পরিষদ, মকিম উদ্দিন, আতিয়ার রহমান, মনোয়ার হোসেন, আবুজাফর, সহ-সভাপতি, মানবাধিকার সংরক্ষণ পরিষদ, সাবিনা আক্তার টলি, সাধারন সম্পাদক, মানবাধিকার নারীসমাজ, এম এ কাইয়ুম, সভাপতি, মানবাধিকার নাট্য পরিষদ, জায়েদুল হক মতিন, প্রোগ্রাম সমন্বয়কারী, মুক্তি এবং প্রধান নির্বাচন কমিশন, মানবাধিকার সংরক্ষণ পরিষদ, কুষ্টিয়া। আলোচনা সভাটি পরিচালনা করেন মুক্তির প্রোগ্রাম সুপারভাইজার তারক নাথ কুন্ডু এবং আব্দুর রাজ্জাক, সাধারন সম্পাদক, মানবাধিকার সংরক্ষণ পরিষদ, কুষ্টিয়া। আলোচনা সভার শুরুতেই সংগঠনের পক্ষ থেকে প্রধান অতিথি মানবাধিকার আইনজীবী পরিষদের সহ-সভাপতি আ, স, ম, আকতারুজ্জামান মাসুম,(জিপি) কে জেলা আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত হওয়ায় সংবর্ধনা প্রদান করা হয়। উন্মুক্ত আলোচনায় সংগঠনের বিভিন্ন সদস্য আলোচনা করেন এবং সংগঠনকে আরো এগিয়ে নিয়ে যেতে পরামর্শ প্রদান করেন। আলোচনা সভা শেষে সভাপতি পদে ডা: উৎপল সেনগুপ্ত এবং সাধারন সম্পাদক পদে আব্দুর রাজ্জাকসহ ৩১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করা হয়। সার্বিক সহযোগিতা করেন মুক্তির রেফাউল ইসলাম বিপুল ও তাপিকুল ইসলাম।