মুক্তির উদ্যোগে মহেন্দ্রপুর দারুস সুন্নাহ বালিকা মাদ্রাসায় বিতর্ক প্রতিযোগিতা ও বিজ্ঞান মেলা

Muktinari

মুক্তির উদ্যোগে মহেন্দ্রপুর দারুস সুন্নাহ বালিকা মাদ্রাসায় বিতর্ক প্রতিযোগিতা ও বিজ্ঞান মেলা

গত ১২ ই মার্চ ২০২০ মুক্তি নারী ও শিশু উন্নয়ন সংস্থার উদ্যোগে মহেন্দ্রপুর দারুস সুন্নাহ বালিকা মাদ্রাসা এবং আর্কিমিডিস বিজ্ঞান ক্লাবের আয়োজনে বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশনের সহযোগিতায় মাধ্যমিক বিদ্যালয়ে বিজ্ঞান শিক্ষার উন্নয়ন (পিএসই) প্রকল্পের আওতায় মুজিব শতবর্ষা উদযাপন উপলক্ষে বিতর্ক প্রতিযোগিতা এবং মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরদের মাঝে বিজ্ঞান ভীতি দূর করার লক্ষ্যে বিজ্ঞান মেলা ও বিজ্ঞান ভিত্তিক কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। “অতিরিক্ত তথ্য প্রযুক্তি নির্ভরতা আমাদের পড়ার পতি আগ্রহ কমিয়ে দিচ্ছে এই বিষয়ের পক্ষে অষ্টম শ্রেণী এবং বিপক্ষে নবম শ্রেণী বিতর্কে অংশগ্রহন করে বিপক্ষ দল নবম শ্রেণী বিজয় অর্জন করে এবং শ্রেষ্ঠ বক্তা নির্বচিত হন অষ্টম শ্রেণীর তানজিলা আক্তার ইভা। বিতর্ক প্রতিযোগিতার মডারেটর ছিলেন মাদ্রাসার সুপার জনাব মোঃ হাবিবুর রহমান, বিচারক হিসাবে ছিলেন জনাব মোঃ সিদ্দিকুর রহমান, জনাব মোঃ গোলাম রসুল, জনাব মোঃ আবুল হোসেন ও মোছাঃ রাজিয়া খাতুন। আর্কিমিডিস বিজ্ঞান ক্লাবের সদস্যরা বিজ্ঞান মেলাতে শ্রেণী ভিত্তিক মোট ২০টি প্রজেক্ট উপস্থাপন করেন। মেলাতে দশম শ্রেণী প্রথম, নবম শ্রেণী দ্বিতীয় এবং অষ্টম শ্রেণী তৃতীয় স্থান অধিকার করে। কুইজ প্রতিযোগিতায় নাঈমা খাতুন প্রথম, হাফসা খাতুন দ্বিতীয় এবং ফাওজিয়া তৃতীয় স্থান অধিকার করেন। বিজ্ঞান মেলা ও কুইজ প্রতিযোগিতার বিচারক হিসাবে দায়িত্ব পালন করেন জনাব মোঃ গোলাম রসুল, জনাব মোঃ আসাদুর রহমান, জনাব মোঃ হাফিজুর রহমান ও জনাব মোঃ সিদ্দকুর রহমান। মেলা শেষে সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের মধ্যে পুরুস্কার প্রদান করেন প্রধান অতিথি মহেন্দ্রপুর দারুস সুন্নাহ বালিকা মাদ্রাসার সুপার জনাব মোঃ হাবিবুর রহমান, অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মুক্তি নারী ও শিশু উন্নয়ন সংস্থার পিএসই প্রকল্পের সমন্বকারী কাজী আরিফুল ইসলাম রিমন এবং শিক্ষক জনাব মোঃ শরিফুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহেন্দ্রপুর দারুস সুন্নাহ বালিকা মাদ্রাসার শিক্ষক জনাব মোঃ খলিলুর রহমান। অনুষ্ঠানটি পরিচালনা করেন সহকারী বিজ্ঞান শিক্ষক জনাব মোঃ শরিফুল আলম ও জনাব মোঃ সুলতান মাহমুদ, সার্বিক সহযোগিতায় ছিলেন পিএসই প্রকল্পের আবিদা সুলতানা হানী।