মুক্তির উদ্যোগে খাদ্য সামগ্রী ও আইজি এ বিতরন
মুক্তি নারী ও শিশু উন্নয়ন সংস্থার উদ্যোগে ব্রেড ফর দি ওয়ার্ল্ড এর সহযোগিতায় ইসিনেট্ এর মাধ্যমে Emergency Response to Mitigate COVID-19 Impact On the Poor and Marginalized (EC-Net) প্রকল্পের আওতায় সদর উপজেলার বটতৈল ইউনিয়নের ২৯ নং বটতৈল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ২৮/১২/২০২০ ইং তারিখ সকাল ১০.৩০ মিনিটের সময় করোনায় ক্ষতিগ্রস্থ ৮৯ পরিবার কে খাদ্যসামগ্রী ও ১৬টি পরিবারকে আইজি এ সার্পোট দেওয়া হয়। খাদ্যসামগ্রী ও আইজি এ বিতরনের সময় উপস্থিত ছিলেন বটতৈল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মমিন মন্ডল। মুক্তি নারী ও শিশু উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক বীর মুক্তিযোদ্ধা মমতাজ আরা বেগম। কুষ্টিয়া চেম্বার অব কমার্স ইন্ড্রাট্রিজ এর সিনিয়র সহ সভাপতি এস এম কাদেরী সাকিল,বটতৈল ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান হাজী আবুল কালাম আজাদ ও স্ােস্যাল সাপোর্ট কমিটির সভাপতি সৈয়দ খালেকুজ্জামান লালা। খাদ্যসামগ্রী ও আইজি এ বিতরন অনুষ্ঠান সঞ্চালনায় মুক্তি নারী ও শিশু উন্নয়ন সংস্থার কর্মসূচী সম্বয়কারী জায়েদুল হক মতিন। উপস্থিত ছিলেন প্রকল্প সম্বয়কারী উম্মে সালমা। কোভিড-১৯ সংকট মোকাবেলায় দরিদ্র ও প্রান্তিক মানুষের জরুরী সহায়তা প্রকল্প এর মাধ্যমে মুক্তি ইসিনেট এর মাধ্যমে কুষ্টিয়া সদর, কুমারখালি ও দৌলতপুরে কার্যক্রম শুরু হয়।