মুক্তির উদ্যোগে কোভিড-১৯ কালীন সময়ে নারী ও শিশুর প্রতি সহিংসতা ও আমাদের করনীয় বিষয়ক মতনিময় সভা অনুষ্ঠিত

মুক্তির উদ্যোগে কোভিড-১৯ কালীন সময়ে নারী ও শিশুর প্রতি সহিংসতা ও আমাদের করনীয় বিষয়ক মতনিময় সভা অনুষ্ঠিত

গত ২৩ ই ডিসেম্বর মুক্তি নারী ও শিশু উন্নয়ন সংস্থার উদ্যোগে মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় নারী ও কন্যাদের অধিকার ও নিরাপত্তা শক্তিশালীকরণ প্রকল্পের অধিনে জেলা পর্যায়ে কোভিড-১৯ কালীন সময়ে নারী ও শিশুর প্রতি সহিংসতা ও আমাদের করনীয় বিষয়ক মতনিময় সভা চিলিস ফুড পার্কে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মুক্তি নারী ও শিশু উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক বীর মুক্তিযোদ্ধা মমতাজ আরা বেগম। মতবিনি সভা উদ্বোধন করেন এ্যাডভোকেট অনুপ কুমার নন্দী সভাপতি,জেলা বার ও পাবলিক প্রসিকিউটর(পিপি)কুষ্টিয়া । অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রোখসানা পারভীন উপ পরিচালক,সমাজ সেবা অধিদপ্তর কুষ্টিয়া,আহসান উল হক খান চৌধুরী,অধ্যক্ষ মীর আব্দুল করিম কলেজ, মেরিনা হক মিনা,উপজেলা ভাইস চেয়ারম্যান কুমারখালী, এম সম্পা মাহমুদ ,চেয়ারম্যান হাটশ হরিপুর,কুষ্টিয়া। কোভিড-১৯ কালীন সময়ে নারী ও শিশুর প্রতি সহিংসতা বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন জায়েদুল হক মতিন প্রকল্প সমন্বয়কারী মুক্তি নারী ও শিশু উন্নয়ন সংস্থা উন্মুক্ত আলোচনায় অংশগ্রহন করেন শেখ ফিরোজ আহমেদ সাবেক উপ পরিচালক বি, আর, ডি, বি, আফরোজা আক্তার ডিউ,সাংবাদিক শাজাহান আলী ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিয়ারখী ইউনিয়ন পরিষদ,মিজানুর রহমান লাকী সাধারন সম্পাদক নারী নির্যাতন প্রতিরোধ কমিটি কুষ্টিয়া,এ্যাডভোকেট আব্দুর রশিদ রানা,জজ কোর্ট কুষ্টিয়া, রেজাউল করিম সহকারী শিক্ষক, ইব্রাহিম খলিল, এম,এ, কাইয়ুম, আব্দুর রাজ্জাক , ডাঃ অরুন কুমার বিশ্বাস, সাধারন সম্পাদক উপজেলা সোস্যাল সাপোর্ট কমিটি,কুমারখালী। আলোচনায় বক্তারা বলেন ধর্ষন নারী ও শিশু নির্যাতনের বিচার দ্রুত করা,বাল্যবিবাহ বিষয়ে কাজীদের সাজা নিশ্চত করা, তৃনমূলে সচেতনতা বৃদ্ধি করা। সভাটি পরিচালনা করেন জায়েদুল হক মতিন প্রকল্প সমন্বয়কারী মুক্তি ও তামজিদা জান্নাতী । সার্বিক সহযোগিতা করেন,খন্দকার মুস্তাফিজুর রহমান ও তাপিকুল ইসলাম।