মুক্তির উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

মুক্তির উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

মুক্তি নারী ও শিশু উন্নয়ন সংস্থা এবং আইন ও সালিশ কেন্দ্রের সহযোগিতায় মানবাধিকার নারীসমাজ, মানবাধিকার সংরক্ষণ পরিষদ, মানবাধিকার নাট্য পরিষদ, মানবাধিকার আইনজীবী পরিষদ এবং নারী নির্যাতন প্রতিরোধ নেটওয়ার্ক কুষ্টিয়ার যৌথ আয়োজনে “কারোনাকালে নারী নেতৃত্ব গড়বে নতুন সমতার বিশ্ব” এই শ্লোগানকে সামনে রেখে গত ০৮/০৩/২০২১ ইং তারিখ বিকাল ৩ টায় স্থানীয় পাবলিক লাইব্রেরীর মাঠ থেকে র‌্যালী বের হয়ে কুষ্টিয়া শহর প্রদক্ষিণ শেষে কুষ্টিয়া পৌরসভার বিজয় উল্লাস চত্ত্বরে এসে শেষ হয়। র‌্যালী শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন নারী নির্যাতন প্রতিরোধ নেটওয়ার্ক সভাপতি, এডাব কুষ্টিয়া চ্যাপ্টার সভাপতি ও মুক্তির প্রতিষ্ঠাতা নিবার্হী পরিচালক বীর মুক্তিযোদ্ধা মমতাজ আরা বেগম। সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন মানবাধিকার নারী সমাজ এর সহ-সাধারন সম্পাদক হালিমা খানম, মানবাধিকার সংরক্ষণ পরিষদের সাধারন সম্পাদক আব্দুর রাজ্জাক, সভাপতি, উৎপল সেনগুপ্ত, সহ-সভাপতি, আবুজাফর, সরোয়ার হোসেন, মানবাধিকার নাট্য পরিষদের সভাপতি এম এ কাইয়ুম, বাংলাদেশ মানবাধিকার সংরক্ষণ পরিষদ সেন্টাল কমিটির সাধারন সম্পাদক নায়েব আলী মন্ডল, নারী নির্যাতন প্রতিরোধ নেটওয়ার্ক এর সদস্য মুকুল খসরু ও ইব্রাহিম খলিল। সংক্ষিপ্ত আলোচনা সভাটি পরিচালনা করেন মুক্তির প্রোগ্রাম সমন্বয়কারী জায়েদুল হক মতিন। আলোচনা সভা শেষে মানবাধিকার নাট্য পরিষদের আয়োজনে নাটক প্রদশন করা হয়। সার্বিক সহযোগিতা করেন মুক্তির কর্মীবৃন্দ।