কুষ্টিয়ার মেয়ে মাষ্টার মাইন্ড স্কুলের ছাত্রী আনুশকা আমিন অর্ণা হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানববন্ধন

কুষ্টিয়ার মেয়ে মাষ্টার মাইন্ড স্কুলের ছাত্রী আনুশকা আমিন অর্ণা হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানববন্ধন

এডাব কুষ্টিয়া জেলা শাখার আয়োজনে মুক্তি নারী ও শিশু উন্নয়ন সংস্থাসহ বিভিন্ন মানবাধিকার সংগঠনের অংশগ্রহনে কুষ্টিয়ার মেয়ে মাষ্টার মাইন্ড স্কুলের ছাত্রী আনুশকা আমিন অর্ণা হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানববন্ধন ১২/০১/২০২১ ইং তারিখ সকাল ১০.৩০ মিনিট সময়ে স্থানীয় পাবলিক লাইব্রেরীর সামনে অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন এডাব কুষ্টিয়া জেলার সহ-সভাপতি রফিকুল ইসলাম। আলোচনা সভায় বক্তব্য রাখেন মুক্তির প্রশিক্ষণ সমন্বয়কারী কাজী শফিউল্লাহ, মানবাধিকার সংরক্ষণ পরিষদ এর সদস্য ও সাংবাদিক ইব্রহিম খলিল, শৈল্পিক এর নির্বাহী পরিচালক ইন্দ্রিরা রানী, জেলা নারী নির্যাতন প্রতিরোধ ফোরাম এর সাধারন সম্পাদক ও বিশিষ্ট সাংবাদিক মিজানুর রহমান লাকী, সহ-সভাপতি এস এম কাদেরী শাকিল, পিপাসার নির্বাহী পরিচালক শ্যামল কুমার চৌধুরী, দিশার সহ-নির্বাহী পরিচালক এবং এডাব কুষ্টিয়া জেলা শাখার সদস্য সচিব এম আর ইসলাম। সংক্ষিপ্ত আলোচনা সভাটি পরিচালনা করেন দিশার এ্যাডভোকেট কামরুন নাহার। বক্তারা বলেন সারা বাংলাদেশে নারীর প্রতি সহিংসতা দিন দিন বেড়ে চলেছে। প্রতি দিন খবরের কাগজে ধর্ষনের সংবাদ বৃদ্ধি পাচ্ছে। আইনের জটিলতার কারনে ধর্ষনকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি বাস্তবায়ন হতে বাঁধা হয়ে দাঁড়াচ্ছে। আনুশকার হত্যাকারীদের দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির জন্য প্রশাসনের প্রতি দৃষ্টি আর্কষন করা হয়। বক্তারা বলেন বাংলাদেশের সমস্ত ধর্ষনের ঘটনা গুলো দ্রুত বিচারের মাধ্যমে বিচারকার্য শেষ করে শাস্তি নিশ্চিত করলে পরবর্তীতে ধর্ষনের মত ঘটনা কম আসবে।