মুক্তির উদ্যোগে দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা লোক কমিটির সাথে ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

মুক্তির উদ্যোগে দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা লোক কমিটির সাথে ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

মুক্তি নারী ও শিশু উন্নয়ন সংস্থার উদ্যোগে ও ব্রেড ফর দ্যা ওয়ার্ল্ডের সহযোগিতায় কার্পাসডাঙ্গা আবাসন কমিটির মিলনায়তনে কার্পাসডাঙ্গা লোক কমিটির ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিতহয়। সভায় সভাপতিত্ব করেন উক্ত কমিটির সভাপতি মোঃ আতিয়ার রহমান। বিগত সভার কার্যবিবরণী পাঠ করেন কমিটির সাধারন সম্পাদক জিয়াউর রহমান। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়ালগাছি ইউনিয়নের লোক কমিটির সভাপতি মোঃ আব্দুল মজিদ ও সাধারন সম্পাদক মোঃ নজরুল ইসলাম। অতিথিদ্বয় সভাকে জানান যে তারা সম্মিলিতভাবে এবং মুক্তির সহযোগিতায় আজ সকালে কুড়ালগাছি ইউনিয়নের ঠাকুরপুর গ্রামে একটি বাল্য বিয়ে বন্ধ করেছেন। তারা তাদের কার্যক্রম ও অভিজ্ঞতা বিনিময় করেন এবং ভবিষ্যতে একসাথে কাজ করার জন্য আহবান জানান। উন্মুক্ত আলোচনা করেন মোঃ হান্নান, রবিউল, পদ্মকাটারি ও আসমা। কমিটির সদস্যবৃন্দ বাল্য বিবাহ রোধ ও নারীর প্রতি সহিংসতা বন্ধের লক্ষ্যে বলিষ্ঠ ও কার্যকরী ভুমিকা পালন করেবেন বলে প্রতিশ্রুতি ব্যক্ত করেন, বিশেষত কার্পাসডাঙ্গা আবাসিক এলাকায় আর কোন বাল্য বিবাহ হবে না বিষয়ক প্রতিশ্রুতি প্রদান করেন। সংস্থার পক্ষে সভার প্রকল্পের কার্যক্রম, লোক কমিটি গঠনের উদেশ্য এবং সদস্যদের কর্মপরিধি সম্পর্কে বিশদ তুলে ধরেন প্রকল্পের সহঃ সমন্বয়কারী (অর্থ ও প্রশাসন) মোঃ ফরহাদ আলী খান। ত্রৈমাসিক সভা পরিচালনা করেন প্রকল্পের প্রজেক্ট অফিসার দিল তৌহিদা পারভীন এবং লজিষ্টিক সহ সার্বিক সহযোগিতা করেন সহঃ হিসাব রক্ষক মোঃ হাবিবুর রহমান