মুক্তির উদ্দ্যোগে বেগম রোকেয়া দিবস উপলক্ষে আলোচনা সভা

মুক্তির উদ্দ্যোগে বেগম রোকেয়া দিবস উপলক্ষে আলোচনা সভা

মুক্তির উদ্দ্যোগে এবং জাতীয় নারী নির্যাতন প্রতিরোধ ফোরামের সহযোগিতায় নারী জাগরনের অগ্রদূত মহীয়সী নারী বেগম রোকেয়ার ১৪৯ তম জন্মদিন ও ৮৮ তম মৃত বার্ষিকী উপলক্ষে মুক্তির প্রশিক্ষন কক্ষে বেলা ১১ টায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন মুক্তি নারী ও শিশু উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক, জাতীয় নারী নির্যাতন প্রতিরোধ ফোরামের সভাপতি, কুষ্টিয়া চ্যাপ্টার এডাব সভাপতি বীরমুক্তিযোদ্ধা মমতাজ আরা বেগম। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রোকসানা পারভীন, উপ-পরিচালক, জেলা সমাজসেবা অধিদপ্তর, কুষ্টিয়া। আরো উপস্থিত ছিলেন মুহাম্মদ মুরাদ হোসেন, সহকারী পরিচালক, জেলা সমাজসেবা কার্যালয় কুষ্টিয়া। সভায় বক্তব্য রাখেন জাতীয় নারী নির্যাতন প্রতিরোধ ফোরামের সহ-সভাপতি এস এম কাদেরী শাকিল, সালমা সুলতানা, নির্বাহী পরিচালক, নিকুশিমাজ, মুক্তি নারী ও শিশু উন্নয়ন সংস্থার কর্মসূচী সম্বয়কারী জায়েদুল হক মতিন, প্রোগ্রাম অফিসার জীবন্নাহার, প্রকল্প সম্বয়কারী উম্মে সালসা। বক্তারা বলেন যতদিন পৃথিবী থাকবে ততদিন আমরা বেগম রোকেয়া দিবস পালন করবো। ৯ ডিসেম্বর না ভেবে মহীয়সী নারী বেগম রোকেয়া কি বলে গিয়েছেন তাঁর আদর্শকে স্বরন করে এই দিবসটি পালন করবো। রোকেয়া দিবস পালনের মাধ্যমে আমাদের ভবিষ্যৎ প্রজন্মদের জানানোর জন্য এই দিনটি পালন করা আবশ্যক। সভায়টি সঞ্চালনা করেন জাতীয় নারী নির্যাতন প্রতিরোধ ফোরামের সহ-সভাপতি,ফেরদৌস আরা রুবী, নির্বাহী পরিচালক নিকুঞ্জ,কুষ্টিয়া। সভাটি পরিচালনায় সার্বিকভাবে সহযোগিতা করেন মুক্তি নারী ও শিশু উন্নয়ন সংস্থার প্রশাসন সমন্বকারী সাহানা আক্তার ও নুরুন্নাহার বেগম। আলোচনা সভা শেষে জাতীয় মানবাধিকার কমিশনের সম্মানিত চেয়ারম্যান নাছিমা বেগম কতৃক প্রদত্ত একটি সেলাই মেশিন বেগম রোকেয়া দিবসে অতিথিবর্গের উপস্থিতিতে মুক্তি নারী ও শিশু উন্নয়ন সংস্থার সেল্টার হোম আশ্রিতা সাবানা খাতুনের হাতে সেলাই মেশিনটি তুলে দেওয়া হয়।